তামিমের অজানা গল্প : রাস্তায় দাঁড়িয়ে কেঁদেছেন একদিন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুন ২০২০, ০৯:২৮

গত এক যুগ ধরেই বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনিং পজিশনের এক নম্বর ভরসা তামিম ইকবাল খান। যেকোন দল সাজানোর সময় তামিমকে এক নম্বরে রেখে ঠিক করা পরের দশটি জায়গা। নিজেকে ঠিক এতটাই মূল্যবান হিসেবে প্রমাণ করেছেন দেশসেরা এ ওপেনার। চট্টগ্রামের বিখ্যাত ক্রীড়া পরিবার কাজীর দেউড়ির খান পরিবারের থেকে উঠে আসায় তামিমের পথচলাটা খুব সহজ ছিল বলে মনে করেন অনেকে। বাবা ইকবাল খান একাধারে খেলতে ক্রিকেট ও ফুটবল, চাচা আকরাম খান ছিলেন জাতীয় দলের অধিনায়ক, বড় ভাই নাফিস ইকবালও খেলেছেন জাতীয় দলে। এমন পরিবারের ছোট ছেলে তামিমের ক্রিকেট ক্যারিয়ার যে দীর্ঘ ও সাফল্যমণ্ডিত হবে, তা ধরে নেয়াই স্বাভাবিক। তবে এই সাফল্যটা এমনি এমনিই ধরা দেয়নি।

এর পেছনে রয়েছে অনেক অজানা হতাশার গল্প। যার বেশিরভাগই হয়তো জানেন না সাধারণ ক্রিকেট ভক্ত-সমর্থকরা। শনিবার রাতে তেমনই একটি গল্প সবাইকে জানিয়েছেন তামিম।

ক্যারিয়ার শুরুর আগে ঢাকা প্রিমিয়ার লিগে কোনো দলের সঙ্গে চুক্তি না করতে পারার হতাশায় রাজধানীর ইস্টার্ন প্লাজার সামনের রাস্তায় দাঁড়িয়ে কেঁদেছিলেন দেশসেরা এ ওপেনার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও