যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পুলিশের হাতে জর্জ ফ্লয়েড হত্যার দুই সপ্তাহ পেরোতে চলেছে। কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশটিতে বর্ণবাদবিরোধী পুরনো ক্ষোভ যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। করোনা মহামারীর মৃত্যু আতঙ্ক, পুলিশের কঠোর অবস্থান, কারফিউ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রজুড়ে চলছে টানা বিক্ষোভ ও সহিংসতা। বিক্ষোভের ঢেউ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর পেরিয়ে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। গতকাল ইউরোপের লন্ডন, প্যারিস, আমস্টারডাম থেকে শুরু করে অস্ট্রেলিয়ার সিডনিতে ফ্লয়েড হত্যা ও কাঠামোগত বর্ণবাদের বিরুদ্ধে হাজারো মানুষ পথে নেমে বিক্ষোভ করেছে। করোনা মহামারীর মধ্যে সামাজিক দূরত্ব মেনে চলার বাধ্যবাধকতা উপেক্ষা করে এসব বিক্ষোভ সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে ভাবিয়ে তুলেছে। বেড়েছে করোনা সংক্রমণের আশঙ্কা। খবর এএফপি ও বিবিসি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.