করোনায় প্রাণহানি ৪ লাখ ছাড়াল: ঠেকানো যাচ্ছে না মৃত্যুর মিছিল
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মাত্র পাঁচ মাসে কেড়ে নিয়েছে বিশ্বের ৪ লাখ তাজা প্রাণ। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এখনো কার্যকর কোন প্রতিষেধক (ভ্যাকসিন) আবিস্কার না হওয়ায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানীসহ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো প্রাণঘাতি এ ভাইরাসটির সংক্রমণ মোকাবিলায় হিমশিম খাচ্ছে। ঠেকানো যাচ্ছে না মৃত্যুর মিছিল।
গত ডিসেম্বরের শেষে চীনের উহানে শুরু হওয়া করোনার সংক্রমণ বিশ্বের ২১৫টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনায় এ পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছে ৬৯ লাখ ২০ হাজার ২৬৫ জন মানুষ। মৃত্যু হয়েছে ৪ লাখ ১২৬ জনের। তবে সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৩ লাখ ৮৮ হাজার ২৮৬ জন মানুষ।
উন্নত দেশগুলো করোনার ভ্যাকসিন আবিস্কারে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। চলছে পরীক্ষামূলক প্রয়োগ। তবে ভ্যাকসিন আবিস্কারের বিগত পরিসংখ্যান বলছে, নতুন কোন ভাইরাস নিয়ন্ত্রণে বা নির্মূলে কার্যকার ভ্যাকসিন আবিস্কার করতে ৬ থেকে ১২ মাস সময় লাগে। সে ক্ষেত্রে প্রমাণিত প্রতিষেধক বাজারে পেতে বিশ্ববাসীকে আগামী (২০২১) বছর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.