এবার সৌদির বিচার বিভাগে নিযুক্ত হচ্ছেন ৫৩ নারী কর্মকর্তা
সৌদি আরবের বিচার বিভাগে ৫৩ জন নারী কর্মকর্তা নতুন করে নিযুক্ত হচ্ছেন। সম্প্রতি দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের রাজকীয় এক ফরমানে এ নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সৌদি প্রসিকিউটর জেনারেলের মুখপাত্র ডা. মজিদ আল-দেশিমানি ৫৩ নারী কর্মকর্তাদের নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করেছেন।
এসব নারী কর্মকর্তাদের বিচার বিভাগের নির্দিষ্ট কিছু মামলার তদন্তের দায়িত্ব দেয়া হতে পারে বলে তিনি জানান। এ সম্পর্কে তিনি বলেন, নারী-পুরুষ সব মিলিয়ে মোট ১৫৬ জন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হয়েছেন। খুব শীঘ্রই তাদেরকে নিজ নিজ দায়িত্ব অর্পণ করা হবে।
এ নিয়োগের ফলে ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের বৃহৎ সংস্কার কর্মসূচী ভিশন- ২০৩০ বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সৌদি আরব। এর আওতায় নারীদের ব্যাপক স্বাধীনতা নিশ্চিত করতে গত বছর তাদের গাড়ি চালানোর অনুমোদনও দেয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.