You have reached your daily news limit

Please log in to continue


আনারস নয়, বারুদ ভর্তি নারিকেল খেয়েই প্রাণ যায় সেই হাতির

ভারতের কেরালা রাজ্যের পালাক্কড় জেলায় এক গর্ভবতী হাতির মৃত্যুর ঘটনার তদন্তে নতুন তথ্য পাওয়া গেছে। বারুদভর্তি আনারস খাইয়ে হাতিটিকে হত্যার কথা এতদিন শোনা গেলেও তদন্তে এখন জানা গেছে যে, বারুদভর্তি আনারস নয় ওই হাতি বারুদভর্তি নারিকেল খেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে। স্থানীয় বিভাগীয় বন কর্মকর্তা সুনীল কুমার ভারতীয় টেলিভিশন এনডিটিভিকে বলেছেন, ‘এই মামলায় প্রথম আসামীকে গ্রেফতার করা হয়েছে। কর্মকর্তারা প্রমাণ সংগ্রহের অংশ হিসেবে ওই ব্যক্তিকে ঘটনাস্থলে নিয়ে যান। আরও দুজনকে ওই বিস্ফোরক তৈরিতে সহায়তাকারী ওই ব্যক্তি এই তথ্য জানিয়েছেন।’ কেরালার ওই হাতির মৃত্যু নিয়ে গোটা ভারতে ব্যাপক তোলপাড় হয়। তারপর এ নিয়ে একটি মামলা দায়ের করে স্থানীয় কর্তৃপক্ষ। এরপর ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে উইলসন নামের ৪০ বছর বয়সী এক ব্যক্তি গ্রেফতার হন। তিনি একজন রবার চাষী। এছাড়া এ মামলায় অপর দুই সন্দেহভাজন পলাতক রয়েছেন। স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরকগুলো ফলের মধ্যে বা পশুর চর্বিতে ভরে দেন স্থানীয়রা যা বুনো প্রাণীকে ভয় দেখানোর জন্য এবং ফসল রক্ষার জন্য ব্যবহার করা হয়। কর্মকর্তারা বলছেন, হাতিটি নারিকেলটি ভেঙ্গে বিস্ফোরক পদার্থসহ একটি অংশ খেয়েই প্রাণ হারায় পেটে বাচ্চা থাকা ওই হাতিটি। বিস্ফোরক ভর্তি নারিকেল খেলে হাতিটির মুখ ক্ষতবিক্ষত হয়ে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন