বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার বর্তমানে সবার জন্যই বাধ্যতামূলক। কারণ মাস্ক ব্যবহারের মাধ্যমে হাঁচি-কাশি থেকে বের হওয়া ড্রপলেট থেকে ভাইরাস ছড়ানোর ঝুঁকি কমে। তবে জানেন কি? শুধু বাইরে বের হওয়ার সময় নয় বরং ঘরেও মাস্ক ব্যবহারের মাধ্যমে করোনার ঝুঁকি কমে ৭৯ ভাগ।
সম্প্রতি এক সমীক্ষায় বিজ্ঞানীরা এমনই এক তথ্য জানিয়েছেন। এই সমীক্ষায় বেজিংয়ের ১২৪ টি পরিবারের ৪৬০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়। সমীক্ষাটি হয় ফেব্রুয়ারির শেষ ও মার্চের গোড়ার দিকে। সমীক্ষায় অংশগ্রহণকারী প্রতিটি পরিবারে অন্তত একজন হলেও কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন। বিজ্ঞানীরা খতিয়ে দেখেন, কোভিড-১৯ ঠিক ১৪ দিনের মধ্যে কীভাবে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়ায়?
১৪ দিনের ইনকিউবেশন পিরিয়ডে দেখা যায়, ১২৪ টি পরিবারের মধ্যে ৪১ পরিবারেই প্রথম আক্রান্তের থেকে করোনা বাকিদের মধ্যে ছড়িয়ে পড়ে। দেখা যায়, এইভাবে ৭৭ পুর্ণবয়স্ক এবং শিশুর শরীরেও করোনা বাসা বাধে। সমীক্ষায় দেখা গিয়েছে, করোনার উপসর্গ দেখা দেয়ার আগেই মাস্ক পরলে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি ৭৯ শতাংশ কমে যাচ্ছে। বাড়িতে জীবাণুনাশক দিয়ে স্প্রে করলে ঝুঁকি কমছে ৭৭ শতাংশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.