অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে সরে দাঁড়াতে বললেন এক বাড়িওয়ালা
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের গোগং এর নতুন বাড়ি-ঘর তৈরি হচ্ছে এমন একটি বাড়ির সামনে সংবাদকর্মী নিয়ে হাজির। রৌদ্রজ্জ্বল সকাল। বাড়ি-ঘর বানাতে সরকারের প্রণোদনা ঘোষণার সংবাদ সম্মেলন সবে শুরু করেছেন তিনি। এই মুহূর্তে চিৎকার—'দয়া করে সবাই ঘাসের ওপর থেকে সরে দাঁড়ান।' ঘর থেকে বের হয়ে বাড়ির মালিক দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনের উদ্দেশে এ কথা বলেন। সবাই প্রথমে কিছুটা হকচকিয়ে যান। বাড়ির মালিক আবার কিছুটা বিরক্ত হয়ে বলেন 'আবার নতুন লাগিয়েছি বীজগুলো'।
প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবেই সামলে নেন পুরো বিষয়টি। 'দুঃখিত' বলে ঘাস থেকে সরে আসেন কিছুটা পেছনে। তারপর বাড়ির মালিককে প্রধানমন্ত্রী 'ঠিক আছে' বলে বৃদ্ধাঙ্গুলি দেখালে তিনি ধন্যবাদ দিয়ে ঘরে ঢুকে যান। তারপর প্রধানমন্ত্রী সরকারের প্রণোদনা সম্পর্কে সাংবাদিকদের বলতে শুরু করেন। সংবাদ সম্মেলন শেষে মরিসন সাংবাদিকদের রসিকতা করে বলেন, 'সাবধান, ওই বাড়ির ঘাস আবার মাড়াবেন না কিন্তু।'
এ নিয়ে অস্ট্রেলিয়া সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, 'একজন গর্বিত বাড়ির মালিক সঙ্গে কোনো ভুল নেই।' আরেকজন বলেন, 'তিনি এতে প্রচুর সময় দিচ্ছেন এবং চেষ্টা করছেন ঘাস নিয়ে।'