You have reached your daily news limit

Please log in to continue


কার্তিককে শেখালেন দীপিকা

সম্প্রতি ইনস্টাগ্রামে থ্রোব্যাক একটি ভিডিও পোস্ট করেছিলেন দীপিকা পাড়ুকোন। গত বছর কান চলচ্চিত্র উৎসবে তার একটি লুকের পর্দার আড়ালের ছবি দেখা যাচ্ছে সেই ভিডিওতে। সেখানে ক্যাপশনে দীপিকা লিখেছেন ‘#সেনানিগনস’। এই শব্দটি মিলেনিয়ালদের অভিধানে থাকলেও, কার্তিক আরিয়ান অবশ্য এর মানে জানতেন না। কোনো রকম রাখঢাক না করেই তিনি দীপিকার পোস্টে সেই শব্দের অর্থ জিজ্ঞেস করেন। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই। দীপিকা অবশ্য বিস্তারিতভাবে অর্থটি লিখেছেন। কার্তিকের প্রশ্নের জবাবে দীপিকার উত্তর, উত্তেজনার বশে ছেলেমানুষি করা, যা তুমি বেশির ভাগ দিনই করে থাকো। রণবীর সিংহ ও দীপিকা দু’জনেই কার্তিককে পছন্দ করেন। আবার কার্তিকও এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দীপিকা যেভাবে পিডিএ করেন, তার স্ত্রী ও রকম করলে ভালই লাগবে অভিনেতার। কার্তিক-দীপিকার এই খুনসুটি নেটিজ়েনরা উপভোগ করছেন ঠিকই। তবে দিনকয়েক আগে কার্তিকের পোস্ট করা একটি ভিডিও ঘিরেই বিতর্কের ঝড় উঠেছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন