কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সীমান্তে বিরোধ নিষ্পত্তিতে আজ ভারত-চীন বৈঠক

এনটিভি প্রকাশিত: ০৬ জুন ২০২০, ০৯:০৫

একমাস ধরে লাদাখে ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মুখোমুখি অবস্থানে রয়েছে দুই দেশের সেনা। এ উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটাতে আজ শনিবার আলোচনায় বসছে ভারত ও চীন সেনা কর্তৃপক্ষ। সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, চীনকে নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহারের জন্য বলবে ভারত।

ডোকলামের পর ভারত-চীনের মধ্যে এমন দীর্ঘ সময়ের মুখোমুখি অবস্থান এই প্রথম হল লাদাখে। ইতোমধ্যে দুই দেশই পূর্ব লাদাখের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নিজেদের সেনাবাহিনী ও যুদ্ধ সরঞ্জাম মজুদ রাখা শুরু করেছে। ক্রমে বাড়ছে উত্তেজনা। এমন অবস্থায় আজ ভারত ও চীনের সেনাবাহিনী আলোচনায় বসতে যাচ্ছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

গত ৫ ও ৬ মে প্যাংগং সো’র কাছে সংঘর্ষের পর থেকেই সীমান্তে বাড়তে থাকে উত্তেজনা। সে থেকেই গালওয়ান উপত্যকা, প্যাংগং সো, ডেমচক ও দৌলত বেগ ওলডির বরাবর মুখোমুখি দুই দেশের সেনা।

এ সমস্যার সমাধানে এতদিন ধরে দুই দেশের স্থানীয় কমান্ডাররা আলোচনায় বসলেও কোনো ইতিবাচক ফল মেলেনি। এ পরিস্থিতিতে ভারত ও চীনের সেনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আজ শনিবার বৈঠক হবে কর্প কমান্ডার স্তরে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা। পূর্ব লাদাখের চুশুল সেক্টরের মালদোতে বর্ডার পার্সোনেল মিটিং পয়েন্টেই হবে এ বৈঠক। চীনের প্রতিনিধিত্ব করবেন দক্ষিণ জিনজিয়াং মিলিটারি জেলার কমান্ডার মেজর জেনারেল লিউ লিন। অন্যদিকে ভারতের পক্ষ থেকে উপস্থিত থাকবেন লেহ-এর ১৪ কর্পসের কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও