অন্ধভক্তির নমুনা: দলবেঁধে 'করোনা দেবী'র পূজায় ভারতীয় নারীরা
নভেল করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে সারাবিশ্ব। গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও ব্যাপক হারে বাড়ছে এর সংক্রমণ। সপ্তাহখানেক ধরে ভারতে প্রতিদিনই চলছে আক্রান্ত-মৃত্যুর রেকর্ড ভাঙা-গড়ার খেলা। এমন ভয়ানক পরিস্থিতি যখন সবাইকে বাড়তি সতর্কতা মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে, তখন এক অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন বিহারের নারীরা।
প্রাণঘাতী ভাইরাসটিকে 'মা' ডেকে 'দেবী' মেনে পূজা হয়েছে রাজ্যের বক্সার শহরে। এই ব্যাধি যেন প্রিয়জনদের আক্রমণ না করে সেজন্য সেই প্রার্থনাতেই ‘করোনা মা’-এর পূজা করেছেন ওই নারীরা।
এদিন রীতিমতো ভক্তিশ্রদ্ধার সঙ্গে গঙ্গাস্নান সেরে ‘করোনা দেবী’র উপাসনায় নয়টি লাড্ডু, নয়টি ফুল, নয়টি লবঙ্গ, নয়টি ধূপকাঠি ধরিয়ে নদীর পাশে পুঁতে প্রার্থনা করেন তারা।
কিন্তু হঠাৎ এভাবে ‘করোনা পূজা’ কেন? ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই দলটির মধ্যে কুসুম দেবী নামে এক নারী নাকি কিছুদিন আগে একটি ভিডিওতে দেখেছেন, নয়টি লাড্ডু, নয়টি ফুলসহ নানা উপাচার দিয়ে পূজা করলে করোনার দেবী খুশি হন। তাকে কোনওভাবে সন্তুষ্ট করা গেলেই এই মহামারি থেকে মুক্তি পাওয়া যাবে। এ কারণেই দলবেঁধে পূজা শুরু করেছেন তারা।