কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কিস্তি আদায়ে জোর করলেই ব্যবস্থা : গাইবান্ধা ডিসি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ জুন ২০২০, ০০:৪৮

সারাদেশে গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলছে অফিস-আদালত। ঘরবন্দি মানুষ কাজে নেমেছেন। এ পরিস্থিতিতে এনজিওগুলোও প্রস্তুতি নিচ্ছে কিস্তি আদায়ের। ইতিমধ্যে বেশকিছু এনজিও কিস্তি আদায়ে ঋণগ্রহীতাদের চাপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এমন অভিযোগের প্রেক্ষিতে গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল মতিন জানান, জোর করে কিস্তি আদায় করতে পারবে না ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী এনজিওগুলো। জোর করে ঋণের কিস্তি আদায়ের ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জেলা প্রশাসক বলেন, জোর করে কিস্তি আদায়ের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মন জানান, বাধ্য করে কিস্তি না নেয়ার জন্য এনজিও কর্মীদের সতর্ক করা হয়েছে। এরপরও যদি কোনো এনজিও কর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও