কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিনামূল্যে যেসব সিনেমা দেখা যাবে আজ

প্রথম আলো প্রকাশিত: ০৫ জুন ২০২০, ২১:০৭

সাধারণত মে মাস এলে চলচ্চিত্র দুনিয়ার ঝলমলে চাদর চকচক করে ওঠে। এই চাদরে আলো দেওয়া শুরু করে কান চলচ্চিত্র উৎসব। কিন্তু করোনা মহামারিতে এবারের গ্রীষ্ম শুরু হলো ঝলমলে চলচ্চিত্র উৎসবগুলোর মলিন মুখ নিয়ে। কেউ কেউ ঘোষণা দিলেন বন্ধের তো কেউ বিকল্প পথের সন্ধানে। সারা বছর উন্মুখ হয়ে থাকা চলচ্চিত্রপ্রেমীরা হঠাৎ থমকে গেলেন গাড়িতে হঠাৎ ব্রেক কষার মতো।

কিন্তু ট্রাইবেকা এন্টারপ্রাইজ ও ইউটিউব যেন খুলে দিল নতুন স্বর্গের দ্বার। 'উই আর ওয়ান: আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল' নামে ইউটিউবে আয়োজন করা হলো ১০ দিনের চলচ্চিত্র উৎসব। কী নেই সেখানে? বিশ্বের ২১টি বাঘা বাঘা চলচ্চিত্র উৎসবের সঙ্গে নামকরা পরিচালকদের মাস্টারক্লাস তো আছেই।

আজ দেখতে পারেন যেসব সিনেমা— মাবো, টেলিভিশন চলচ্চিত্র, সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল সি ফ্যাক্টরি সারাজোভো মোন আমৌর, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, সারাজেভো ফিল্ম ফেস্টিভ্যাল দ্য ডাবল স্টেপস, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্যান সেনাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল রন্দেভ্যুর সঙ্গে আলা দুলুর আলোচনা। কান ফিল্ম ফেস্টিভ্যাল আমরিকা, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ওই আর ওয়ান: আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল ট্র্যাম্বল অল ইউ ওয়ান্ট, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাংলির সঙ্গে কোরে এদা হিরোকাজুর আলোচনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও