কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পশ্চিমবঙ্গে রেস্তোরাঁ-শপিংমল ৮ জুন

প্রথম আলো প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১৬:৪৭

ভারতের পশ্চিমবঙ্গে আগামী ৮ জুন থেকে খুলে যাচ্ছে সব হোটেল, রেস্তোরাঁ, শপিংমল ও ধর্মীয় স্থান। এ ক্ষেত্রে মানা হবে করোনার কঠোর স্বাস্থ্যবিধি। তবে বন্ধ থাকছে শপিংমলে থাকা প্রেক্ষাগৃহ ও শিশুদের খেলার জায়গা।

রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে। নির্দেশে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের অতিসংক্রমিত কনটেনমেন্ট জোন ছাড়া অন্যান্য স্থানের সব হোটেল-রেস্তোরাঁ, শপিংমল ও ধর্মীয় স্থান খুলে যাবে করোনা-বিধি মেনে। লিফটে দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে।

নির্দেশে বলা হয়েছে, হোটেল-রেস্তোরাঁয় ঢুকতে হবে থার্মাল স্ক্যানিংয়ের পর। পরতে হবে মাস্ক। স্যানিটাইজ করতে হবে হাত। ৬ ফুট দূরত্বে বসতে হবে। ব্যবহার করতে হবে ডিসপোজেবল মেন্যুকার্ড ও ন্যাপকিন। হোটেল-রেস্তোরাঁয় না বসে বরং খাবার কিনে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যাপারে বেশি উৎসাহ দেওয়া হবে। হোটেল-রেস্তোরাঁয় ৬৫ বছরের বেশি বয়সী মানুষ, ১০ বছরের নিচের শিশু ও অন্তসত্ত্বা নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও