কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পটুয়াখালীতে মোট করোনা আক্রান্ত ৭২

সমকাল প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১৫:৩৪

পটুয়াখালীতে শুক্রবার নতুন আরও ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে। নতুন আক্রান্তদের মধ্যে ৫ জন পটুয়াখালী সদর উপজেলার এবং কলাপাড়ার একজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দুইজন সুস্থ হয়েছেন। এদের একজন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ এবং অপরজন মেয়রের গাড়ীর চালক মাসুদুর রহমান। অন্যদিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয় জানায়, নতুন ৬ জন নিয়ে জেলায় মোট ৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বাউফল, দুমকি, গলাচিপা ও পটুয়াখালী সদরে একজন করে চারজন মারা যায় এবং সুস্থ হয়ে ওঠেছেন ২৮ জন। সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, বর্তমানে ৪০ জন বিভিন্ন স্থানে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ২১ জন, বাউফলে ১০ জন, দুমকিতে ২ জন, কলাপাড়ায় ৪ জন, মির্জাগঞ্জে ২ জন ও দশমিনায় ১ জন আক্রান্ত রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও