আমাদের ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয়। ফোঁড়া, ঘা, চুলকানিসহ দাউদও হতে দেখা যায়। এর মধ্যে দাউদ এমন একটি ত্বকের সমস্যা যা খুবই বিরক্তিকর। মূলত দাউদ এক প্রকার ফাঙ্গাল ইনফেকশন। ইংরেজিতে দাউদকে রিং ওয়ার্ম বলা হয়। এটি একটি ত্বকের রোগ। যা চুলকানির মতো হয়ে থাকে। শরীরের যেকোনো অংশেই এটা হতে পারে। যা ধীরে ধীরে অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। চিন্তার বিষয় হচ্ছে, এটি একটি ছোঁয়াচে রোগ। তাই এই রোগের প্রকোপ দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা প্রয়োজন। আধুনিক মেডিসিনের সাহায্যে ছাড়াও বেশ কিছু ঘরোয়া চিকিৎসা রয়েছে যা দাউদ সারাতে দারুণ কাজে দেয়। দেরি না করে চলুন সেগুলো জেনে নেয়া যাক-
পেঁপে
রিংওয়ার্ম বা দাউদের প্রকোপ কমাতে নিয়মিত পেঁপের ব্যবহার খুব ভালো কাজে দেয়। আসলে এই ফলটির ভেতরে উপস্থিত অ্যান্টিফাঙ্গাল প্রপাটিজ বিশেষ ভূমিকা পালন করে। এক্ষেত্রে ছোট একটা পেঁপের টুকরো নিয়ে দাউদের উপর লাগান। তারপর ১৫ মিনিট অপেক্ষা করে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
নিম পাতা
এই প্রাকৃতিক উপাদানটির ভেতরে উপস্থিত অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপাটিজ দাউদের মতো ত্বকের রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে। এক্ষেত্রে অল্প পরিমাণ নিম তেল নিয়ে দাউদের উপর বারবার লাগাতে হবে। দেখবেন দাউদের সমস্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। তাছাড়া নিম তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে লাগালেও দারুন উপকার পাওয়া যায়।
হলুদ
এতে রয়েছে বিপুল মাত্রায় অ্যান্টি-বায়োটিক প্রপাটিজ, যা এই ধরনের সংক্রমণের প্রকোপ কমাতে দারুন কাজে আসে। এক্ষেত্রে প্রথমে অল্প করে হলুদ পানি বানিয়ে নিন। তারপর তাতে তুলা ভিজিয়ে যে যে জায়গায় দাউদ হয়েছে, সেখানে আলতে করে লাগাতে থাকুন। দিনে কম করে তিনবার এর ব্যবহারে এই রোগ সেরে যেতে শুরু করবে।
রসুন
এতে রয়েছে অ্যাজুইনা নামে এক ধরনের প্রাকৃতিক অ্যান্টি-ফাঙ্গাল উপাদান, যা যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন কমাতে দারুন কাজে লাগে। তাই তো রিংওয়ার্মের ক্ষেত্রেও এই উপকরণ দারুন উপকারে লাগে। এক্ষেত্রে অল্প করে রসুনের কোয়া নিয়ে সেগুলোকে ছোট ছোট করে কেটে নিন। তারপর সেগুলোকে দাউদের উপর রাখুন এবং ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিন। সারা রাত এভাবে রাখলেই দেখবেন ফল পেতে শুরু করেছেন। তাছাড়া রসুনের কোয়ার পেস্ট বানিয়ে ক্ষত স্থানে লাগালেও সমান উপকার পাওয়া যায়।
অ্যালোভেরা
ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে শুধু নয়, ফাঙ্গাল ইনফেকশনের মতো রোগের প্রকোপ কমাতেও এই প্রকৃতিক উপাদানটি দারুন কাজে আসে। রাতে শোয়ার আগে আগে অ্যালোভেরা পাতা থেকে পরিমাণ মতো জেল সংগ্রহ করে দাউদের উপর সরাসরি লাগান। সারা রাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন। প্রতিদিন এই ঘরোয়া চিকিৎসাটি করলে অল্প দিনেই দেখবেন রোগ সেরে গেছে।
নারকেল তেল
এই প্রাকৃতিক তেলটিও দাউদের প্রকোপ কমাতে দারুন কাজ করে। আসলে এই তেলটিতে এমন কিছু উপাদান রয়েছে, যা এমন ধরনের ত্বকের রোগ সারাতে বিশেষ ভূমিকা পালন করে। এক্ষেত্রে রাতে শোয়ার আগে যে জায়গায় দাউদ হয়েছে সেখানে অল্প করে নারকেল তেল লাগিয়ে শুয়ে পরুন। সকালে উঠে জায়গাটা ধুয়ে ফেলুন। এমনটা কয়েকদিন করলেই দেখবেন ফল পেতে শুরু করেছেন।
ভিনেগার আর লবণ
পরিমাণ মতো লবণের সঙ্গে অল্প করে ভিনেগার মিশিয়ে একটা পেস্ট বিনিয়ে নিন। তারপর সেই পেস্ট রিংওয়ার্মের উপর লাগিয়ে কম করে পাঁচ মিনিট রেখে দিন। এমনটা প্রতিদিন করলেই দেখবেন সাত দিনেই রোগ সেরে যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.