কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লিবিয়া ট্রাজেডি : ৩৬ জনের বিরুদ্ধে মানবপাচার-হত্যা মামলা সিআইডির

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১৩:২৯

গত ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে মানবপাচারের শিকার ২৬ বাংলাদেশিকে হত্যা ও আরও ১১জন আহতের ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক(এসআই) শাহিন উদ্দিন।

তিনি জানান, লিবিয়া ট্র্যাজেডির পর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর পল্টন থানায় মানবপাচার এবং আঘাতে খুনের অভিযোগে হত্যা মামলা দায়ের করা হয়। সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক(এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং ৪। এরআগে বৃহস্পতিবার রাতে লিবিয়া ট্র্যাজেডিতে জড়িত ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মানবপাচার এবং সন্ত্রাসবাদ দমন আইনে মামলা দায়ের করেন এক ভুক্তভোগীর বাবা মান্নান মুন্সি।

শুক্রবার (৫ জুন) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার (৩ জুন) রাতে পল্টন থানায় দায়ের করা মানবপাচার এবং সন্ত্রাসবাদ দমন আইনে মামলাটি তদন্ত করবে ডিবি উত্তর বিভাগ। গত ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে মানবপাচারের শিকার ২৬ বাংলাদেশিকে হত্যা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও