কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু

এনটিভি প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১৩:০০

হবিগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে মনিরুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ দাস এ খবর জানিয়েছেন।

মনিরুল ইসলাম হবিগঞ্জ শহরতলির বহুলা গ্রামের ২ নম্বর পুল এলাকার জমির আলীর ছেলে।স্থানীয়রা জানান, মনিরুল ইসলাম সম্প্রতি জ্বর নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থা খারাপ হলে পরিবারের লোকজন বিকেলে তাঁকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

এ সময় কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ দাস জানান, হাসপাতালে আসার পথেই মৃত্যু হয় মনিরুলের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও