পাকিস্তানে করোনা সংক্রমণ বাড়লেও চিকিৎসা অপর্যাপ্ত

সমকাল প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১১:১৯

পাকিস্তানে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা। দেশটিতে  করোনায় মৃত্যুর সংখ্যা এখন দুই হাজার ছুঁই ছুঁই। আক্রান্ত হু-হু করে বাড়লেও চিকিৎসা দেওয়ার মতো নেই পর্যাপ্ত বেড, ভেন্টিলেশন। এ নিয়ে দেশটির চিকিৎসকরা উদ্বেগ জানিয়ে এলেও তাতে গা করছে না সরকার। এতে বেরিয়ে পড়েছে দেশটির স্বাস্থ্য পরিষেবার কঙ্কালসার চেহারা। ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। খবর বিবিসি ও ডন নিউজের।

পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার (এনসিওসি) শুক্রবার জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮৯৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ২৪৮ জন। বৃহস্পতিবার একদিনে মারা গেছেন ৬৮ জন। এ পর্যন্ত মোট প্রাণহানি ঘটেছে ১হাজার ৮৩৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১ হাজার ১৯৮ জন। দেশটির পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আসাদ উমর স্বীকার করেছেন, কয়েকদিন ধরে আক্রান্তের হার বেড়ে গেছে। তবে প্রতিদিন অন্তত ৩০ হাজার পরীক্ষা চালাতে পারলে সংক্রমণ কমানো যেত। তিনি জানান, এখন প্রতিদিন মোটামুটি ২৫ হাজার পরীক্ষা চালানোর সক্ষমতা পাকিস্তানের রয়েছে। দিনে দিনে এটি বাড়ানো হবে।

 প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারি ড. জাফর মির্জা স্বীকার করেছেন, ক্রমেই বাড়ছে সংক্রমণের প্রকোপ। ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও