You have reached your daily news limit

Please log in to continue


নদীতে ২০ হাজার টন তেল, পুতিনের জরুরি অবস্থা জারি

উত্তর মেরু অঞ্চলের একটি নদীতে ২০ হাজার টন তেল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন। জরুরী অবস্থার মানে, এই তেল অপারেশনে সহায়তা করার জন্য অতিরিক্ত বাহিনী পাঠানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনার মারাত্নক বিরূপ প্রভাব পড়তে পারে পরিবেশের ওপর। বিবিসি অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত শ্রক্রবার প্রথমে সাইবেরিয়ার নরিলস্ক শহরের একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে রাখা তেলের ট্যাংক ফুটো হয়ে যায়। ওই তেল উত্তর মেরু অঞ্চলে থাকা একটি নদীতে ছড়িয়ে পড়তে শুরু করে। মঙ্গলবারের আগে ঘটনাটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরে আসেনি। ঠিক কীভাবে ট্যাংকার ফুটো হয়ে তেল বের হলো, তা এখনো স্পষ্ট নয়। এমনকি রাশিয়ার কর্মকর্তারা এ বিষয়ে জানতে পারেন ঘটনার দুদিন পর। এতে ব্যাপক চটেছেন প্রেসিডেন্ট পুতিন। এ ঘটনায় দেরিতে সাড়া দেওয়ায় বুধবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোম্পানির প্রধানকে এক রকম ধুয়ে দেন পুতিন। তিনি সহায়ক সংস্থার প্রধান সের্গেই লিপিনের কাছে জানতে চান, 'সরকারি সংস্থা কেন ওই ঘটনা দুই দিন পর জানতে পারল? আমরা কি এখন জরুরি অবস্থাগুলো সোশ্যাল মিডিয়া থেকে জানব?'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন