সেদিন তীরে এসে তরী ডুবেছিল বাংলাদেশের। দলকে জেতানোর সুযোগ হারিয়েছিলেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। বলা হচ্ছে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের ম্যাচের কথা। সেই ম্যাচের শেষ তিন বলে দুই রান প্রয়োজন ছিল। কিন্তু ম্যাচের পরিস্থিতি না বুঝে পান্ডিয়ার বলে ছক্কা মেরে বসেন মুশফিক, যা ছক্কার বদলে উল্টো মিড উইকেটে ক্যাচে পরিণত হয়। পরের বলে একই ভুল করেন মাহমুদউল্লাহ। ফুলটসে ছয় মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনিও। শেষ বলে রানআউট হন মুস্তাফিজুর রহমান।
শেষ তিন বলে দুই রান নিতে পারল না বাংলাদেশ। উল্টো তিন বলে তিন উইকেট হারিয়ে এক রানে হেরে যায় বাংলাদেশ। ছিটকে যায় বিশ্বকাপ থেকে। অথচ ম্যাচে পরিস্থিতি অনুযায়ী মাথা ঠাণ্ডা রাখলে ম্যাচের ফলটা অন্যরকমও হতে পারত।
চার বছর পর সেই ঘটনা সম্প্রতি উঠে এসেছে ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়ার এক সাক্ষাৎকারে। সেখানে তিনি মুশফিকের ভুল ধরিয়ে দিয়ে বলেন, 'যদি আমি ব্যাটিংয়ে থাকতাম, আমি এক রান নিয়ে নিরাপদ হতে চাইতাম। এরপর ম্যাচ শেষ করার জন্য বড় শট খেলার চেষ্টা করতাম।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.