কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

'ট্রাম্পের শরীরের একটা হাড়ও সৎ না'

প্রথম আলো প্রকাশিত: ০৫ জুন ২০২০, ০৯:২০

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের নিষ্ঠুরতায় মৃত্যু হয়েছে জর্জ ফ্লয়েডের। সাবেক এই কৃষাঙ্গ খেলোয়াড়ের করুণ মৃত্যুতে আবারও উঠে এসেছে বর্ণবৈষম্যের প্রসঙ্গ। এমন এক সময়ে দেশটির প্রেসিডেন্ট হিসেব ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সংকট নিরসন নয়, তাঁর প্রতিটি পদক্ষেপ আরও উসকে দিচ্ছে ক্ষোভের আগুন। প্রতিটি কথায় নতুন করে সৃষ্টি হচ্ছে দাঙ্গা। যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় মাইকেল ব্র্যাডলি তাই রীতিমতো অপমান করেছেন ট্রাম্পকে।

করোনাভাইরাস নিয়ে ট্রাম্প প্রশাসনের হেলাফেলার বলি হয়েছে যুক্তরাষ্ট্র। শুরুতেই দমন কররা সুযোগ থাকলে গুরুত্ব দেননি ট্রাম্প। এরই মাঝে এক লাখের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। লকডাউনের মাঝেই ঘটেছে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা। প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছেন অনেক মানুষ। জাতি-ধর্ম নির্বিশেষে স্বাভাবিক চিন্তার সবাই এখন প্রতিবাদ বানাচ্ছেন। অনেক ক্ষেত্রেই সেখানে পুলিশ বাধা দেওয়ায় সেটা পরিণত হচ্ছে দাঙ্গায়।

এক মিডিয়া কনফারেন্স কলে ট্রাম্প সম্পর্কে ব্র্যাডলি বলেছেন, 'আমাদের প্রেসিডেন্টের মধ্যে কিছু নেই। তার শরীরে একটা হাড়ই নেই যেটা সৎ। কোনো নেতৃত্ব নেই। প্রেসিডেন্টের মধ্যে কোনো নেতৃতে নেই। রিপাবলিকান সিনেটরদের মধ্যে কোনো নেতৃত্ব নেই। তারা গত তিন বছর ধরে ট্রাম্প যেসব অপকর্ম করছে, তা শুধু বসে বসে দেখছে আর সে কাজের সঙ্গী হচ্ছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও