উত্তেজনা বাড়িয়ে চীনের দরজায় মার্কিন যুদ্ধজাহাজ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জুন ২০২০, ০৯:২৭
করোনাভাইরাস মহামারির মধ্যে চীনের সঙ্গে সম্পর্কটা একেবারেই ভালো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের। ভাইরাসের উৎস ইস্যুতে তিক্ত হয়ে উঠেছে দুই দেশের সম্পর্ক। আশঙ্কা দেখা দিয়েছে নতুন বাণিজ্যযুদ্ধের। এর মধ্যেই উত্তেজনা আরও বাড়িয়ে চীনের দোরগোড়ায় পৌঁছেছে একটি মার্কিন যুদ্ধজাহাজ।
বৃহস্পতিবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে ইউএসএস রাসেল নামে আরলেঘ বার্ক-ক্লাস ডেস্ট্রয়ারটি। তাইওয়ানের স্বায়ত্তশাসন থাকলেও অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে চীন। শহরটিতে ক্রমবর্ধমান অস্ত্র সহায়তা ও চীন-তাইওয়ানকে বিভক্তকারী সামুদ্রিক প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ-টহল নিয়ে চরম ক্ষুব্ধ বেইজিং। এর মধ্যেই যুদ্ধজাহাজ পাঠিয়ে সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিল ট্রাম্প প্রশাসন।
শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজটি তাইওয়ান প্রণালী দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে।