কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নভেম্বরেই ভারতে করোনাভাইরাসের উপস্থিতি ছিল!

নয়া দিগন্ত প্রকাশিত: ০৫ জুন ২০২০, ০৮:৪৫

চলতি বছরের গোড়ায় নয়, ভারতে করোনার উপস্থিতি ছিল আরো অনেক আগেই। বিজ্ঞানীদের নয়া দাবিতে চমকে উঠছেন ভারতবাসী। স্রেফ পরীক্ষা করা হয়নি বলে সেই সময় বিষয়টি ধরা পড়েনি। কিন্তু বর্তমানে নতুন গবেষণার ফলে বিষয়গুলো সামনে আসছে।

লকডাউন ৫.০-র চতুর্থ দিনে কনটেনমেন্ট জোন ছাড়া ভারতের অন্য এলাকাগুলো স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। যদিও ভারত-সহ এই মুহূর্তে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে ৬৫ লক্ষ ৬৮ হাজারের গণ্ডি। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৯৫৭ জন। ভারতেও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৬১৫ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৮১৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৪০০ জনেরও বেশি।

এই পরিস্থিতিতে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন একদল গবেষক। গবেষকদের দাবি, ৩০ জানুয়ারি নয়, ভারতে প্রথম করোনা ঢুকেছিল নভেম্বরেই!অবশ্য চীন বলছে, তাদের দেশে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে ডিসেম্বরের শেষ দিকে। তবে কোনো কোনো দেশের দাবি, করোনাভাইরাসের উপস্থিতি ছিল আরো আগে থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও