টেন্ডারবাজির প্রতিবাদ করায় রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) এক কাউন্সিলরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছেন কাউন্সিলররা। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ শেষে মেয়রকে আল্টিমেটাম দেন তারা। আগামী রোববারের ( ৭ জুন) মধ্যে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন কাউন্সিলররা।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে কাউন্সিলররা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের ১৫টি গ্রুপের টেন্ডার দাখিলের তারিখ ছিল। এর মধ্যে এক নম্বর গ্রুপটি মেয়রের ভাই আনিসের লোকজন নিয়ন্ত্রণ করছিলেন। এতে ওই গ্রুপে অন্যদের দরপত্র দাখিল করতে বাধা প্রদান করায় ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল আবেদীন রতন প্রতিবাদ করেন। ফলে মেয়রের ভাই আনিসের লোকজন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এরপর তারা কাউন্সিলরদের সম্পর্কে অশালীন ও আপত্তিকর কথা বলেন। কাউন্সিলররা অভিযোগ করেন, মেয়র নিজেও জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তেমনি কাউন্সিলররাও জনগণের ভোটে নির্বাচিত। এভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের লাঞ্ছিত করা হলে তা সহ্য করা হবে না। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে রোববারের মধ্যে মেয়র ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি গ্রহণ করার ঘোষণা দেন কাউন্সিলররা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.