You have reached your daily news limit

Please log in to continue


মে মাসে ২১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ২৯২

বিগত মে মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ২১৩টি। এতে নিহত হয়েছেন ২৯২ জন এবং আহত ২৬১ জন। নিহতের মধ্যে ৩৯ জন নারী ও ২৪ শিশু রয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটি দেশের সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদন অনুযায়ী গত মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ৯৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৯ জন, যা মোট নিহতের ৩৩.৪৭ শতাংশ। দুর্ঘটনায় ৫৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৯.১৭ শতাংশ। পরিবহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনায় ১৮ থেকে ৬০ বছর বয়সি কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকযাত্রী ১৯, পিকআপের ১২, প্রাইভেট কারের আট, সিএনজির ১১, কাভার্ড ভ্যানের চার, মাইক্রোবাসের তিন, ট্রলির পাঁচ, অটোরিকশার ২১, নসিমন-করিমন-ভটভটি-আলমসাধু-মাহিন্দ্রসহ স্থানীয় বিভিন্ন যানবাহনের ৬৪ জন যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয় জন শিক্ষক, এক জন চিকিত্সক, এক জন সেনাসদস্য, এক জন পুলিশ সদস্য, এক জন গ্রাম পুলিশ সদস্য, এক জন ইউনিয়ন পরিষদ মেম্বার, দুই জন স্থানীয় আওয়ামী লীগ নেতা, এক জন পরিবহন শ্রমিক নেতা, এক জন কৃষি কর্মকর্তা, এক জন ফুটবলার (জেলা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক), দুই জন ইমাম, ৯ জন পোশাকশ্রমিক এবং বিভিন্ন শ্রেণির ৪৮ জন শিক্ষার্থী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন