You have reached your daily news limit

Please log in to continue


অপহৃত কাকড়া শ্রমিক উদ্ধার

বরগুনার পাথরঘাটা সংলগ্ন সুন্দরবনের গভীরে আলোরকোল নামক স্থান থেকে মঙ্গলবার রাতে জলদস্যুদের হাতে অপহৃত কাকড়া শ্রমিক মহসিন (২৬) কে বৃহস্পতিবার বিকালে উদ্ধার করেছে র‍্যাব-৮। মঙ্গলবার রাতে সুন্দরবনের আলোরকোল এলাকায় একটি ট্রলারে ৭ জন শ্রমিক কাকড়া শিকারের সময় ১০ জনের একটি জলদস্যু দল ট্রলারে হামলা করে শ্রমিকদের উপর নির্যাতন করে। ট্রলারের ৬ শ্রমিককে গুরুত্বর আহত করে মুক্তিপনের দাবিতে মহসিনকে অপহরণ করে নিয়ে যায়। কাকড়া শ্রমিক অপহরণের সংবাদ পেয়ে র‍্যাব অভিযান শুরু করে। বৃহস্পতিবার সুন্দরবনের মোংলার সান্তাই এলাকা থেকে অজ্ঞান অবস্থায় মহসিনকে উদ্ধার করে। র‍্যাব ৮ এর সহকারী পরিচালক আদনান মুস্তাফিজ বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের নিকট মহসীনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপহরণের সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমরা রাতভর অভিযান চালিয়ে মহসীনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাকে র‍্যাব প্রধান কার্যালয়ের নিয়ে জিজ্ঞাসাবাদের পরে গ্রামের বাড়ি পাথরঘাটার কাঁঠালতলী পৌঁছে দেয়া হবে বলে তিনি জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন