সচিবালয়ে পিআইডি কর্মীর পকেটে মোবাইল বিস্ফোরণ
পূর্ব পশ্চিম
প্রকাশিত: ০৪ জুন ২০২০, ২১:৩২
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) এক কর্মচারীর পকেটেই একটি মোবাইল বিস্ফোরণ ঘটেছে। এতে ওই কর্মী প্যান্টের পকেট পুড়ে পায়ের কিছু অংশও পুড়ে গেছে। পিআইডিতে প্রধান তথ্য কর্মকর্তার পিএ’র রুমে বুধবার (৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, নিজ দপ্তরে বসে অফিস করছিলেন হিসাব অফিস সহকারী তোফায়েল আহমেদ। হঠাৎ করে পকেটে রাখা একটি মোবাইল ফোন বিস্ফোরণ হয়। এসময় ধোঁয়া ও তীব্র গন্ধ পাওয়া যায়। এতে তার পকেট ও পায়ের কিছু অংশ পুড়ে যায়। মোবাইলের ব্যাটারি গলে তরল দ্রব্য নিচে নেমে গেলে পায়ের কিছু অংশ পুড়ে যায়।
প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিস্ফোরণের পর তিনি ধোঁয়া দেখেছেন বলেও জানান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সচিবালয়
- মোবাইল বিস্ফোরণ
- ঢাকা