সুস্থ থাকার জন্য নানা শারীরিক কসরত করে থাকি আমরা। এর মধ্যে অন্যতম সাইক্লিং। সাইক্লিংয়ে শারীরিক পরিশ্রম হয়। ফলে ওজন কমাতে সাহায্য করে। এ ছাড়া নানা রোগের ঝুঁকিও কমায়। বর্তমানে করোনার প্রকোপের মধ্যেও জীবিকা নির্বাহের জন্য রাস্তায় নেমেছে মানুষ। চালু হয়েছে গণপরিবহন।
এতে করে থাকছে না সামাজিক দূরত্ব। যে কারণে জীবনের ঝুঁকি থেকেই যাচ্ছে। এমন সময় সবাইকে সাইকেল চালানোর জন্য অনুরোধ করলেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘নিজেকে সুস্থ রাখতে ও নিরাপদ রাখতে সাইকেলের বিকল্প নেই। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সাইকেলে যাতায়াত করুন।
১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তিনি। ২০০৫ সালে শাকিব খান অভিনীত ‘ওরা দালাল’ চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করেন সানী। খলনায়ক হিসেবেও তিনি সফলতা পান। ১৯৯৬ সালের ২ আগস্ট ওমর সানী জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ফারদিন এহসান স্বাধীন নামের এক ছেলে ও ফাইজা নামের এক মেয়ে রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.