শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে বাজেট বরাদ্দের দাবি
আসন্ন বাজেটে নন এমপিও এবং এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের বিষয়টি সংসদে উত্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম। বৃহস্পতিবার (৪ জুন) এ বিষয়ে শিক্ষামন্ত্রী ও স্থায়ী কমিটির সভাপতিসহ কয়েকজন সাংসদকে সংগঠনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. আফছারুল আমিন, কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ এম এ মতিন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আযীমকে এই চিঠি দেয়া হয়।
চিঠিতে বলা হয়, আসন্ন বাজেটে ২৫ শতাংশের পরিবর্তে সরকারি নিয়মে শতভাগ ঈদ বোনাস, এমপিওভুক্ত শিক্ষকদের এক হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতার পরিবর্তে সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানে বাজেট বরাদ্দ রাখতে হবে।