You have reached your daily news limit

Please log in to continue


৫ জুন-৭ জুলাই আজব দিন দেখবে মানুষ, ‘অদৃশ্য’ হবে ছায়া!

বিষয়টি ভৌতিক বা মহাজাগতিক তার কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছিলেন না মানুষেরা। অদ্ভত ঘটনাটি দেখার মতো প্রস্তুতি ছিল না ভারতের কলকাতার লোকদের। হঠাৎ সোজা দাঁড়িয়ে সবার ছায়া অদৃশ্য হয়ে যাচ্ছে। অদৃশ্য হয়ে যাচ্ছে ল্যাম্প পোস্ট বা খুঁটির ছায়াও। কেউ ধরতে পারছেন না কেউ ধরতে পারছেন নাএর রহস্যও। এমনকি, ৫ জুন-৭ জুলাই ছায়া ছাড়া আজব দিন দেখবে কলকাতা ও হাওড়ার মানুষেরা। বিশেষজ্ঞরা বলছেন, বেলা ১১টা ৩৪ মিনিটে কিছুক্ষণের জন্য কলকাতার ঠিক মাথার উপর দিয়ে সূর্য চলে যায়। ফলে কিছুক্ষণের জন্য খাঁড়াভাবে পোঁতা কোনো বস্তুর ছায়া দেখা যায়নি। এমনকি, ল্যাম্প পোস্ট বা কোনো খুঁটিরও ছায়া দেখা যায়নি।পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ২২.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ অতিক্রম করছে সূর্য । ফলে কলকাতায় ওই সময়ে ঠিক মাথার উপরে সূর্য ছিল। একটুও আড়াআড়িভাবে ছিল না। সাধারণত, কর্কটক্রান্তি রেখার দক্ষিণে থাকায় প্রতি বছরই দুই বার করে কলকাতার ঠিক মাথার উপর দিয়ে যায় সূর্য। এর মধ্যে একটি দিন ৩ বা ৪ জুন হয়।কলকাতার বাসিন্দাদের জানানো হয়েছে, ৫ই জুন সকালের রোদ উঠলে ছাদে বা খোলা আকাশের নিচে কয়েকটা বালতি, মগ, টব, বা খাড়া কৌটা অথবা পাইপ দাঁড় করিয়ে রাখুন। দেখবেন, পশ্চিম দিকে প্রত্যেকেরই ছায়া পড়েছে। এরপর বেলা সাড়ে ১১ টা হওয়ার একটু আগেই ক্যামেরা নিয়ে আবারো সেখানে যান। ১১ টা ৩৬ মিনিটে সোজা হয়ে দাঁড়ালে দেখবেন ছায়া উধাও হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন