লিবিয়ায় মানবপাচারকারী চক্রের দুই সদস্য গোপালগঞ্জে গ্রেফতার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৪ জুন ২০২০, ১৫:০০

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ র‌্যাব-৮। গ্রেফতারকৃতরা হলো, সেন্টু সিকাদার ও নারগিছ বেগম।বৃহস্পতিবার (৪ জুন) তাদেরকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজেদুর রহমান।

তিনি জানান, বুধবার (৩ জুন) রাতে তাদেরকে আটক করে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। গ্রেফতারকৃত সেন্টু মকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের রতন সিকদারের ছেলে এবং যাত্রাবাড়ি গ্রামের নারগিস বেগম রব মোড়লের স্ত্রী।

প্রসঙ্গত, মানবপাচারকারীদের খপ্পরে পড়ে গোপালগঞ্জের সুজন মৃধা ও তার মামাতো ভাই ফরিদপুরের কামরুল শেখ লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহত হন। এই বিষয়ে এর আগে ফরিদপুরের মুকসুদপুর থানায় সুজন মৃধার বাবা কাবুল মৃধা একটি মামলা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও