You have reached your daily news limit

Please log in to continue


ফ্লয়েডের হত্যায় ৪ পুলিশ অফিসারের বিরুদ্ধেই অভিযোগ গঠন

মিনেসোটার অ্যাটর্নি জেনারেল বুধবার বলেছেন, জর্জ ফ্লয়েডের হত্যার সঙ্গে জড়িত চার পুলিশ অফিসারই বিচারের মুখোমুখি হবে। ফ্লয়েড যখন মারা যাচ্ছিল তখন তিন পুলিশ কর্মকর্তার নিষ্ক্রিয়তার কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো। খবর ইউএসএ টুডের। অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন এক সংবাদ সম্মেলনে বলেন, যে প্রমাণ রয়েছে তার ভিত্তিতে ডেরেক শভিনের বিরুদ্ধে আরও কঠোর অভিযোগ গঠন করা হয়েছে। গত ২৯ মে শভিনের বিরুদ্ধে থার্ড ডিগ্রি মার্ডার ও ম্যানস্লটারে অভিযোগ গঠন করে তাকে ওইদিনই পুলিশের হেফাজতে নেয়া হয়। জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের সময় শভিন ছাড়াও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন থমাস লেন, জে এ কেউং এবং তো থাও। সাবেক পুলিশ অফিসার থাওয়ের বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডার সংঘটনে সহায়তার অভিযোগ গঠন করা হয়েছে। একই ধরনের অভিযোগ গঠন করা হয়েছে অন্য দুই সাবেক অফিসারের বিরুদ্ধেও। সাবেক এই চার পুলিশ কর্মকর্তার জামিনের জন্য ১০ লাখ ডলার জামানত নির্ধারণ করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল এলিসন বলেন, এই মামলার বিচার খুব সহজ হবে না। আর অভিযুক্ত করাও খুব কঠিন হবে। এদিকে মিনেসোটার ব্যুরো অব ক্রিমিনাল অ্যাপ্রেহনশনের সুপারিনটেনডেন্ট ড্রিউ ইভান্স বলেন, শভিন ছাড়াও অন্য তিন অফিসারের মধ্যে একজন এখন পুলিশ হেফাজতে রয়েছে। আর বাকি দুজনকেও আজকের মধ্যে পুলিশের হেফাজত নেয়া হবে বলেও জানান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন