একই নির্মমতার শিকার আরও একটি হাতি
ঢাকা টাইমস
প্রকাশিত: ০৪ জুন ২০২০, ১০:১৮
ভারতের কেরালায় একটি গর্ভবতী হাতিকে আনারসের সঙ্গে বিস্ফোরক খাইয়ে হত্যার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে। এবার ভারতের বন অধিদপ্তর জানিয়েছে আরেকটি হাতিকেও একইভাবে হত্যা করা হয়েছে।
বন অধিদপ্তরের কর্মীরা জানিয়েছেন, কল্লাম জেলায় পাওয়া ওই হাতিটির চোয়াল ভেঙে গিয়েছিল। পথানাপুরাম জঙ্গলের কাছে সেই আহত হাতিটিকে দেখতে পেয়েছিলেন বন কর্মীরা। তাকে ধরে ওষুধ দেওয়ার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু হাতিটি জঙ্গলে ঢুকে যায়। এর পরের দিন হাতিটি মারা যায়। ওই হাতিটির ময়না তদন্তের রিপোর্ট এখনও হাতে পাননি তারা। তবে ওই হাতিটির মুখেও গভীর ক্ষত ছিল। আর সেটা বিস্ফোরকের জন্য বলেই মনে করছেন বনকর্মীরা।
বন কর্মীরা জানিয়েছেন, বিস্ফোরক দিয়ে হাতি তাড়ানোর রেওয়াজ কেরালায় অনেকদিনের। কিন্তু সম্প্রতি এভাবে ফলের মধ্যে বাজি ঢুকিয়ে হাতিদের মারা হচ্ছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হত্যা
- অমানবিক পন্থা
- বন্যহাতি
- কেরালা