বৈশ্বিক মহামারি করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ বুধবার রাতে বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৮৩ হাজারের বেশি।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ৬৪ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন। তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ১৮ হাজার ৮৭৭ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৪৫১ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩০ লাখ ৯৪ হাজার ৭৩২ জন সুস্থ হয়ে উঠেছে এবং তিন লাখ ৮৩ হাজার ৭৯৭ জন রোগী মারা গেছে।
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে বাংলাদেশে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৭ জন মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা ৭৪৬। এছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ২৬৯৫ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫ হাজার জনে ১৪০ দাঁড়িয়েছে।
বুধবার ( ৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.