বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি এখনও অক্সিজেন সিলিন্ডার মেশিনের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করছেন। তবে আগের তুলনায় তিনি ভালো আছেন।
বুধবার (৩ জুন) রাতে জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী এ তথ্য জানান।
উল্লেখ্য, সোমবার (১ জুন) দুপুর ১২টায় মোহাম্মদ নাসিম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ মনে হওয়ায় করোনার নমুনা পরীক্ষা করা হয়। রাত ৮টায় প্রতিবেদন পাওয়া গেলে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত। রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.