চট্টগ্রাম মহানগরে করোনা সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।
বুধবার (৩ জুন) এক বিবৃতিতে মানবিক বিপর্যয় এড়াতে চট্টগ্রাম মহানগরীকে রেড জোন হিসেবে চিহ্নিত করে অন্তত দুই সপ্তাহের জন্য কারফিউ জারির দাবি জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামে করোনা রোগীদের জন্য পর্যাপ্ত আইসিইউ ফ্যাসিলিটিসহ কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই। গত কয়েক দিনের ব্যবধানে চট্টগ্রামে উপযুক্ত চিকিৎসা না পেয়ে অনেক মানুষ মারা গেছে।
বিবৃতিতে তিনি এ দুর্যোগময় মুহূর্তে চট্টগ্রামের প্রাইভেট হাসপাতাল মালিকদের সেবার মনোভাব নিয়ে করোনায় আক্রান্তদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে আবদুল্লাহ আল নোমান ইতিমধ্যে চট্টগ্রামে করোনায় মারা যাওয়াদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। করোনায় আক্রান্ত হয়ে সাংবাদিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা আইসোলেশনে আছেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং তাদের আশু আরোগ্য কামনা করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.