You have reached your daily news limit

Please log in to continue


ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসার নামে ধর্ষণের চেষ্টা, ভন্ড বাবা আটক

বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠি গ্রামে ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসার নামে তরুনীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় পুলিশ লক্ষীকান্ত শীল (৩৬) নামের এক ভন্ড বাবাকে গ্রেফতার করেছে। ধর্ষণ চেষ্টার ওই নারী ও তার মা জানান, দীর্ঘদিন এলাকায় লোকজনকে ঝাড়ফুঁক ও কবচ দিয়ে চিকিৎসা করে আসছে নারায়ণ চন্দ্র শীলের ছেলে লক্ষী কান্তশীল। ২৬ মে মেয়েকে চিকিৎসার জন্য নিয়ে এলে লক্ষীকান্ত এক পর্যায়ে তরুণীকে ভিতরের রুমে ঝাড়ফুঁক দেয়ার কথা বলে নিয়ে যায়। তরুণী জানায়, কিছু সময় কথা বলার পর লক্ষীকান্ত তাকে বিবস্ত্র করার চেষ্টা করলে সে ডাক চিৎকার করে। ডাক চিৎকার শুনে তার মা সহ লোকজন ভিতরে চলে এলে পিছনের দরজা দিয়ে লক্ষী কান্তশীল পালিয়ে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন