You have reached your daily news limit

Please log in to continue


৩০ বিঘা জমির ধান বিলিয়ে দিলেন যুবলীগ নেতা

করোনা পরিস্থিতিতে খুলনার তেরখাদায় নিজের ৩০ বিঘা জমির প্রায় ১০০ মন ধান দুস্থদের মাঝে বিলিয়ে দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ। মঙ্গলবার দুপুরে তেরখাদার কালীনগর গ্রামে প্রায় একশ’ কৃষক ও দুস্থ পরিবারের মাঝে এই ধান তুলে দেওয়া হয়। প্রত্যেক পরিবার এক মন করে ধান পেয়েছেন। ধান ভাঙার খরচও দিয়ে দিয়েছেন তিনি। যুবলীগ নেতা সফিকুর রহমান পলাশ জানান, তেরখাদার বাশুয়াখালী বিলে তাদের পৈত্রিক ও কেনা ৩০ বিঘা জমি রয়েছে। প্রতিবছর এই জমি থেকে উৎপন্ন করা ধান কিছু নিজের জন্য রেখে বাকিটা এলাকার এতিমখানা ও মাদ্রাসায় দান করা হয়। এ বছর সম্পূর্ণ ধানই এলাকার কৃষক ও দুস্থ পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়েছে। এদিকে ধান পেয়ে খুশি এলাকার হতদরিদ্র পরিবারগুলো। কালীনগর গ্রামের স্বরস্বতী সাহা বলেন, গত মে মাসে সাপের কাপড়ে স্বামী মারা গেছে। তিন ছেলে-মেয়ে নিয়ে তার সংসার। এই দুর্দিনে কেউ খোঁজ নেয়নি। আজ ধান পেয়ে কয়েক মাস ভাতের দুশ্চিন্তা দূর হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন