You have reached your daily news limit

Please log in to continue


এবার প্যারিসে বর্ণবাদ এবং পুলিশি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ-সংঘর্ষ

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। বর্ণবাদ এবং পুলিশী সহিংসতার বিরুদ্ধে মার্কিন বিক্ষোভের সমর্থন জানিয়ে মঙ্গলবার প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে প্যারিসের জনতা। যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ঘটনায় প্রায় ২০,০০০ লোক প্যারিসে নিষেধাজ্ঞা অমান্য করে সমাবেশ করেছে। খবর দ্য গার্ডিয়ান ও এএফপির। প্যারিসে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রে চলমান আন্দোলনের স্লোগান দিয়ে সমাবেশ করেছে। তারা আদামা ট্রোর হত্যার বিচারের দাবিতে স্লোগান দেয়। চার বছর আগে ফ্রান্সে পুলিশের বর্বরতায় তার (আদামা ট্রোর) মৃত্যু হয়েছিল। ট্রোরের মৃত্যুর কারণ হিসাবে দুটি পৃথক মেডিকেল রিপোর্ট প্রকাশের পরে এই বিক্ষোভে করেছে জনতা। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ফ্রান্সে ১০ জনের বেশি লোক জমায়েেতে পুলিশের নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্যারিসে বিক্ষোভে করেছে জনতা। প্রত্যক্ষদর্শী এএফপি-র সাংবাদিকরা জানান, নর্দান প্যারিসের আদালতের বাইরে বিকেলে এ বিক্ষোভ শুরু হয়। তারা জানান, জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করেছে পুলিশ।এরপর শহরের মূল রিং রোডের কাছে বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন