বাড়তি ভাড়া আদায়কারী গণপরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
অধিকাংশ স্বাস্থ্যবিধি মেনে চললেও কিছু কিছু পরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায় এবং স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পাওয়া যাচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারি নির্দেশনা অমান্যকারী এসব পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বুধবার (৩ জুন) নিজ বাসভবন থেকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল এর কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে একথা বলেন।
করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি শেষে গত ১ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে গণপরিবহন চলার অনুমতি দেয় সরকার। কিন্তু অনেক গণপরিবহনে অতিরিক্ত ভাড়া ও স্বাস্থ্যবিধি মানছে না বলে অভিযোগের মধ্যে একথা জানালেন মন্ত্রী।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সরকার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেল রুট নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন করছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে মেট্রোরেল রুট-৬ এর নির্মাণকাজ শতকরা ৪৫ ভাগ শেষ হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.