করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আইসোলশনে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালের করোনা ইউনিটে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় শেষ রাতে তিনি মারা যান। তিনি শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফয়ছল জামান জানান, নমুনা সংগ্রহের পর বেলা সাড়ে ১১টায় তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ‘জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১২৮ জন, মারা গেছে পাঁচজন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.