লিগ শুরুর আগে প্রীতি ম্যাচ খেলবে ইংলিশ ক্লাবগুলো
১৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ। করোনাকালে দীর্ঘদিন খেলা বন্ধ থাকায় খেলার মাঝে ছিল না কোনও ক্লাব। তাই লিগ শুরুর আগেই প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে ইংলিশ ক্লাবগুলো।অবশ্য অন্য দলগুলোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে ক্লাবগুলোই অনুরোধ করেছিল। যার অনুমতি মিলেছে অবশেষে। সোমবার অ্যানফিল্ডে অনুশীলনের মাঝেই খেলেছে লিভারপুল। এখন অনুমতির ফলে প্রীতি ম্যাচগুলো স্টেডিয়াম অথবা অনুশীলনের ভেন্যুতেই খেলা যাবে।
অবশ্য লিগ শুরু হলেও কঠোর স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে বিধি নিষেধ আরোপ করেছে লিগ কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট খেলোয়াড়দের করোনা পরীক্ষাসহ আরও কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে কোনও ক্লাবেরই ৯০ মিনিটের বেশি ভ্রমণ করার অনুমতি নেই।খেলোয়াড়দের বাধ্যতামূলকভাবে নিজেদের গাড়িতে ভ্রমণ করতে হবে। ব্যবহার করতে হবে নিজেদের সরঞ্জামও। যদিও গাইডলাইন চূড়ান্তকরণ হবে এই সপ্তাহের শেষ দিকেই।