কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সঠিক উপায়ে মাস্ক পরিষ্কারের নিয়ম জানেন তো?

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৩ জুন ২০২০, ১৩:২০

করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। বাইরে বের হলে অথবা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসতে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। তবে মাস্ক ব্যবহারের পর তা কি সঠিকভাবে পরিষ্কার করছেন?  মাস্ক পরাটা যেমন জরুরি ঠিক ততোটাই জরুরি তা জীবাণুমুক্ত করা। সার্জিক্যাল মাস্ক একবার পরেই ফেলে দিতে হয়। তবে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা এন৯৫ মাস্কসহ সুতির কাপড়ের মাস্ক, টেরিলিন কাপড়ের মাস্ক ব্যবহার করছেন।  এমনকি ঘরোয়া উপায়ে বানানো মাস্কও ব্যবহার করছেন অনেকে। এগুলো নিয়মিত পরিষ্কার করে জীবাণুমুক্ত করতে হবে।


জেনে নিন কীভাবে মাস্ক পরিষ্কার করবেন-   > মাস্কে কখনোই সরাসরি হাত দেবেন না। ঘরে ফেরার পর মাস্ক দড়ি, ফিতে বা রাবার ব্যান্ডের অংশ ধরে খুলে ফেলুন।  > সাবান বা ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে ধুয়ে নিন আপনার মাস্কটি। > মাস্ক ধোয়ার পর জীবাণুনাশক পানিতে ডুবিয়ে ঝুলিয়ে রাখুন কড়া রোদে। রোদে ভাইরাসের বেঁচে থাকার সম্ভাবনা কম। > গরম পানিতে মাস্ক ফুটিয়ে নিতে পারেন। এতে জীবাণুমুক্ত হবে মাস্ক।  > শুকানোর সময় মাস্কের মূল অংশে ধুলোবালি যেন না লাগে। > শুকানোর পর মাস্ক পাঁচ থেকে সাত মিনিট ইস্ত্রি করে নিলেই তা দ্বিতীয়বার ব্যবহারের জন্য উপযোগী।  > ভালোভাবে না শুকিয়ে কখনোই ভেজা মাস্ক পরবেন না। এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ে। সূত্র: ইন্ডিয়ানএক্সপ্রেস

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও