You have reached your daily news limit

Please log in to continue


মস্কোর মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সংলাপে যাবে ফিলিস্তিন

ইসরায়েলের সাথে আলোচনা পুনরায় শুরু করতে চায় ফিলিস্তিনের নেতারা।তবে রাশিয়ার মধ্যস্থতায় তারা এই সংলাপে বসবে।মঙ্গলবার ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রী রিয়াদ আল-মালিকি এ কথা বলেছেন। রিয়াদ আল-মালিকি বলেন, আমরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করি। আমরা নিশ্চিত যে এ জাতীয় বৈঠক ফলপ্রসূ হবে।  তিনি বলেন, এ বৈঠক অধিকৃত পশ্চিম তীর নিজেদের অংশীকরণে ইসরায়েলের পরিকল্পনা বন্ধ করে দেবে বলে আমরা নিশ্চিত।  আল-মালিকি বলেন, ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মস্কোয় দু'বার আলোচনার জন্য রাশিয়ার পরিকল্পনাকে ভন্ডুল করে দিয়েছিলেন।  তিনি বলেন, ইসরায়েল সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এবং রাশিয়ার সহায়তায় সংলাপে যেতে রাজি রয়েছে ফিলিস্তিন।  আল-মালিকি বলেন, রাশিয়া যদি এটি সম্ভবপর মনে করে তবে ফিলিস্তিনের পক্ষে বিষয়টি বিবেচনা করা হবে।  ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক ওফার জালজবার্গ আরব নিউজকে বলেছেন, ইসরায়েলর বিতর্কিত সংযুক্তি পরিকল্পনা (অ্যানেক্সেশন প্লান) বন্ধ বা স্থগিত করতে হোয়াইট হাউস ও রামাল্লা উভয়ের সাথেই আলাদাভাবে কথা বলছে মস্কো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন