ঢাকার বাতাসের মান ‘গ্রহণযোগ্য’

আরটিভি প্রকাশিত: ০৩ জুন ২০২০, ১১:০৮

দূষিত বাতাসের শহরের তালিকায় এবার বাংলাদেশের রাজধানী ঢাকা বুধবার সকালে ১১তম খারাপ অবস্থানে উঠে এসেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) সকাল ৯টা ১৪ মিনিটে জনবহুল এই শহরের স্কোর ছিল ৮৪; যা বাতাসের মানকে ‘গ্রহণযোগ্য’ বলে নির্দেশ করে। খবর ইউএনবির।

একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকা মানে বাতাসের মান ‘গ্রহণযোগ্য’। তবে এ ক্ষেত্রে কিছু মানুষের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে যারা দূষিত বাতাসের ক্ষেত্রে সংবেদনশীল।

চীনের বেইজিং, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং ভারতের দিল্লি যথাক্রমে ৩৪১, ১৮২ এবং ১৬০ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও