সাকিব আমাদের সুপারস্টার: মাইশোর

ঢাকা টাইমস প্রকাশিত: ০৩ জুন ২০২০, ১০:৫৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে ৭টি মৌসুম খেলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার এই ক্রিকেটার এখন আর কেকেআরে না খেললেও দলটার প্রধান নির্বাহী ভেনকি মাইশোর বললেন, সাকিব বরাবরই তাদের কাছে ‍সুপারস্টার।

আইপিএলের চতুর্থ আসরে কেকেআরের সাথে যোগ দেন মাইশোর। সেই আসরেই সাকিবকে দলে টানে কলকাতা। দল নির্বাচনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন মাইশোর। ক্রীড়াভিত্তিক প্রতিষ্ঠান ‘পাওয়ারপ্লে কমিউনিকেশন্স’ সরাসরি আড্ডায় তিনি জানান, তারা বড় নামের দিকে নয়; বরং কার্যকর খেলোয়াড় দলে ভেড়ানোর পরিকল্পনা করেছিলেন। আর তার সেই পরিকল্পনায় বাংলাদেশি অলরাউন্ডোর ছিলেন সুপারস্টার।

মাইশোর বলেন, ‘আমি বলেছিলাম, আমরা বড় নামের দিকে ছুটবো না। খেলোয়াড় বাছাইয়ের সময় আামরা সবসময় ব্র্যান্ড ধরে রাখব। ২০১১ সালে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান। আমার কাছে সাকিব সুপারস্টার। কাজের প্রতি তার প্যাশন, তার বিনয় ও ধারাবাহিকভাবে পারফর্ম করার একজন উদাহরণ হলেন সাকিব।’

মাইশোর সাকিবের অসাধারণ ক্রিকেট মস্তিষ্ক ও ব্যক্তিত্বের জন্য তাকে বিশেষ একটা নাম দিয়েছিলেন এবং সেই নামেই সবসময় ডাকতেন। মাইশোর জানান, তিনি সাকিবকে ডাকেন ‘সাবিস্টার’ বলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও