কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা নিরাময়কালে ত্বক কালো হওয়া চীনের সেই চিকিৎসক আর নেই

এনটিভি প্রকাশিত: ০৩ জুন ২০২০, ০৯:৩৫

নভেল করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে চীনের উহান শহরের কেন্দ্রীয় হাসপাতালের চিকিত্ৎ‌সক লি ওয়েনলিয়াং বেশ কিছুদিন হলো মারা গেছেন। তাঁর দুই সহকর্মী চিকিৎসক হু ওয়েইফেং ও ই ফানও আক্রান্ত হয়েছিলেন করোনায়। চিকিৎসা চলাকালে দুজনেরই গোটা শরীর গাঢ় কালো হয়ে গিয়েছিল।

চীনের গণমাধ্যমের বদৌলতে গত এপ্রিলে সে ছবি অনেকেই আবাক করেছিল। জানা গেছে, গত শুক্রবার ওই দুই চিকিৎসকের একজন হু ওয়েইফেং মারা গেছেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

করোনার আঁতুড়ঘর উহানে যে চিকিৎ‌সক সর্বপ্রথম করোনাভাইরাস সংক্রমণের কথা প্রকাশ্যে এনেছিলেন, সেই লি ওয়েনলিয়াংয়ের দুই সহকর্মীর একজন হলেন হু ওয়েইফেং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও