![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/06/03/081528_bangladesh_pratidin_Untitled-1_copy.jpg)
শিশুদের হামাগুড়ি প্রতিযোগিতা এবার অনলাইনে
ইউরোপের দেশ লিথুয়ানিয়ায় প্রতিবছর শিশুদের হামাগুড়ি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাধারণত প্রতি বছর বাস্কেটবল ম্যাচের বিরতিতে এই প্রতিযোগিতার ইউরোপের দেশ লিথুয়ানিয়ায় প্রতিবছর শিশুদের হামাগুড়ি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাধারণত প্রতি বছর বাস্কেটবল ম্যাচের বিরতিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে এবার করোনার কারণে জারি লকডাউনের ফলে কিছুটা ভিন্ন পন্থা অবলম্বন করেছে কর্তৃপক্ষ। অনলাইনে তার আয়োজন করতে হয়েছে কর্তৃপক্ষকে। সেই প্রতিযোগিতা ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হয়েছে। খবর এনবিসি নিউজ'র।
এবার নয় মাস বয়সী অলিভিয়া হামাগুড়ি দিয়ে ১৩ সেকেন্ডে পাঁচ মিটার পথ পাড়ি দিয়ে দেশটির দ্রুততম শিশুর খেতাব জিতে নিয়েছে। খবর ডয়েচে ভেলে।
ছয় মাস থেকে এক বছর বয়সী মোট ১৩টি শিশু এবার নিজেদের বাসায় থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তবে মজার বিষয়ও ঘটেছে একটি। ঘুম পাওয়ায় ১৪তম শিশুটির প্রতিযোগিতায় অংশ নেয়া সম্ভব হয়নি।আয়োজন করা হয়। তবে এবার করোনার কারণে জারি লকডাউনের ফলে কিছুটা ভিন্ন পন্থা অবলম্বন করেছে কর্তৃপক্ষ। অনলাইনে তার আয়োজন করতে হয়েছে কর্তৃপক্ষকে। সেই প্রতিযোগিতা ফেসবুকে
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জটিল
- অনলাইন
- প্রতিযোগীতা
- হামাগুড়ি
- ইউরোপ