You have reached your daily news limit

Please log in to continue


৮০ লাখ টাকা চুরিতে সফল হওয়ায় মসজিদে মানত শোধ চোর চক্রের

বাসনা অনুযায়ী ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকা চুরিতে সফল হওয়ায় মসজিদে এক লাখ টাকা মানত শোধ করেছে ঢাকার একটি চোর চক্র। এই চক্রটি সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি করে থাকে। মঙ্গলবার (২ জুন) বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুর রহমান এ তথ্য জানান। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে ন্যাশনাল ব্যাংকের একটি গাড়ি থেকে ৮০ লাখ টাকা চুরি করে একটি চক্র। চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০ লাখ টাকা এবং দুটি আগ্নেয়াস্ত্র। গত ১ জুন কিশোরগঞ্জ ও শরীয়তপুর জেলাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির মূলহোতা ব্রিফকেস হান্নান, তার চতুর্থ স্ত্রী পারভীন, শ্যালক আলমগীর, সহযোগী মোস্তফা এবং মো. বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়।ডিবি পুলিশ আরও জানায়, ব্রিফকেস হান্নান মানত করেছিল মোটা অঙ্কের টাকা চুরি করতে পারলে কিশোরগঞ্জের পাগলার মসজিদে একলাখ টাকা দান করবে। গত ১৫ রমজানে চুরিতে সফল হয় তারা। ন্যাশনাল ব্যাংকের ইসলামপুর শাখার সামনে গাড়ির ভেতর থেকে সহযোগীদের সহায়তায় ৮০ লাখ টাকা চুরি করে হান্নান। এখান থেকে ২০ লাখ টাকা পূর্বের মামলার উকিল ফি, ঋণ পরিশোধ, নেশা করা ও পাগলার মসজিদে মানত দিয়ে খরচ করে ফেলে সে। পরে হান্নানের স্ত্রী পারভীনের স্বীকারোক্তি মোতাবেক তার ধোলাইপাড়ের ভাড়া বাসা থেকে ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়। ব্যাংকের টাকা নিতে আসা সিকিউরিটি গার্ড ও গাড়ি চালকের অবহেলার কারণে ওই টাকা চুরি হয়।অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুর রহমান আজাদ  জানান, গ্রেফতার হান্নান ও তার সহযোগীরা মূলত টানা পার্টির সদস্য। এর আগেও তারা এ ধরনের কাজ করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন