কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জেলেদের চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান ও মেম্বার বরখাস্ত

আরটিভি প্রকাশিত: ০২ জুন ২০২০, ২০:১৩

জেলেদের চাল আত্মসাতের দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বরগুনায় দুই ইউপি চেয়ারম্যান ও দুই মেম্বার বরখাস্ত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

বরখাস্তরা হলেন, বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান ও ডিএন কলেজের অধ্যক্ষ শাহ নেওয়াজ সেলিম, ১০নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম গোলাম কবির এবং ১০নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ হানিফ ও ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ হারুন মিয়া।

চিঠিতে বলা হয়েছে, নিয়মবহির্ভূতভাবে মৎস্য ভিজিএফের চাল ৮০ কেজির স্থলে ৬০কেজি করে জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও বালিয়াতলী ইউনিয়নের দুই গ্রামপুলিশকে জেলেদের চাল প্রদান করার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় উল্লেখিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের সুপারিশ এর ভিত্তিতে তাদেরকে বরখাস্ত করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও